Ghonokuasha Baskey
৭:২৫:০০ PM
কবিতা
আজ তোমার অন্তর্ধান বার্ষিকী
আজ তোমার অন্তর্ধান বার্ষিকী
প্রতিটি দিন পথ চেয়ে বসে থাকার চেয়ে ,
তোমাকে বিদায় জানানো যদিও অনেক কষ্টের ছিল,
তবুও আজ এই সময়টা ভাল কাটতো।
আমি মনের দ্বীপগুলোকে জ্বালিয়ে ,
হৃদয়ের জানালাটাকে খুলে,
আলোকিত করে নিতাম নিজেকে।
চৌদ্দটি মোমবাতি পুড়ছে,
তার গা থেকে ঝরে ঝরে পড়ছে সব,
যেন মাটিতে মিশে যাওয়ার প্রানান্ত চেষ্টা।
শুধু এই ঘরটা জুড়ে রয়ে গেছে গন্ধ,
রয়ে গেছে নিভে যাওয়া আলোর রশ্নি,
আর তোমাকে পোড়ানো ছাই।
আজ তোমার অন্তর্ধান বার্ষিকী,
তাই আমার এ আয়োজন,
কেক কাটা হবে না হয়ত,
কিংবা করতালিতে মুখরিত হবে না সময়,
তবুও শুভ হোক তোমার অন্তর্ধান বার্ষিকী।
প্রতিটি দিন পথ চেয়ে বসে থাকার চেয়ে ,
তোমাকে বিদায় জানানো যদিও অনেক কষ্টের ছিল,
তবুও আজ এই সময়টা ভাল কাটতো।
আমি মনের দ্বীপগুলোকে জ্বালিয়ে ,
হৃদয়ের জানালাটাকে খুলে,
আলোকিত করে নিতাম নিজেকে।
চৌদ্দটি মোমবাতি পুড়ছে,
তার গা থেকে ঝরে ঝরে পড়ছে সব,
যেন মাটিতে মিশে যাওয়ার প্রানান্ত চেষ্টা।
শুধু এই ঘরটা জুড়ে রয়ে গেছে গন্ধ,
রয়ে গেছে নিভে যাওয়া আলোর রশ্নি,
আর তোমাকে পোড়ানো ছাই।
আজ তোমার অন্তর্ধান বার্ষিকী,
তাই আমার এ আয়োজন,
কেক কাটা হবে না হয়ত,
কিংবা করতালিতে মুখরিত হবে না সময়,
তবুও শুভ হোক তোমার অন্তর্ধান বার্ষিকী।